আদিতমারী, পূর্বধলা ও জামালগঞ্জে ভোট স্থগিত
সংসদ সদস্যদের প্রভাব বিস্তারের অভিযোগের প্রেক্ষিতে লালমনিরহাটের আদিতমারী, নেত্রকোনার পূর্বধলা ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৮ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার (৮ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান। আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী রোববার (১০ মার্চ) এই তিন উপজেলায় ভোটগ্রহণের করার কথা ছিল।